এনা বাস থেকে ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৯:৩৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের কদমতলী টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাসটিতে অভিযান চালিয়ে আয়েশা নামের এক মহিলাকে আটক করে। এসময় তার শরীর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।
আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইসহাক জানান, সিলেটের কদমতলী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাসের এক নারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি এসব ইয়াবা সিলেটের জকিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।