সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৯:৪১:০৮ অপরাহ্ন
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ ঘটিকার সময় নগরীর শাহজালাল উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ।
সভার শুরুতে এসোসিয়েশনের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সভায় আগামীর ১৭ই মে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সভায় সবাইকে নির্বাচনে অংশগ্রহণ ও যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের নমিনেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় নির্বাচনে সিলেট বিভাগের সকল ভোটারকে ঢাকায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দেওয়ার অনুরোধ করা হয়।
সভা চলাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন নয়ন ও সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত হলে তাদের আন্তরিকভাবে গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন নয়ন সবাইকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ করেন। এছাড়া সভায় এসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান কিছুদিনের জন্য বিদেশ সফরকালীন সময়ে সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি’কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, অধ্যক্ষ সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, সাব্বির আহমদ, ইফতেখার আহমদ, জিহাদ আহমেদ, সাজুওয়ান আহমদ, সায়েম আহমদ, হুরায়ারা ইফতেখার হোসাইন, আখতারুল ইসলাম ও মনোয়ার হোসাইন রাসু প্রমুখ। বিজ্ঞপ্তি