ফিলিস্তিনে চলমান নৃশংসতা ঈদের আনন্দ বিবর্ণ করে দিয়েছে: শাহজাহান আলী
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৭:১০:২৯ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এবারের ঈদটি স্পেশাল ঈদ। বলা যায় স্বস্তির ঈদ। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ কিছু শৃঙ্খলায় রামাদ্বান মাস বেশ স্বাচ্ছন্দ্যে কেটেছে। কিন্তু ফিলিস্তিনের মজলুমদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলার দৃশ্য দেখে স্বাভাবিক থাকা যায় না। চলমান নৃশংসতা ঈদের আনন্দ বিবর্ণ করে দিয়েছে।
তিনি বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।শাখা আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত পুনর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দিন।
ঈদ অভিজ্ঞতা, শিক্ষা ও অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা খলীলুর রহমান, ওয়ার্ড দায়িত্বশীল হাফিজ মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা মঈনুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা আব্দুল্লাহ আনসার, মাওলানা মুহিবুর রহমান, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা মুজিবুর রহমান। শুরুতে কুরআন তিলাওয়াত করেন ক্বারী মাওলানা শাহজাহান কবির ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা দেলাওয়ার হোসাইন। বিজ্ঞপ্তি