হাইল হাওরে প্রকল্প নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৭:১১:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: দেশের অন্যতম বড় হাওর হাইল হাওরে প্রাণ কোম্পানীর হবিগঞ্জ এগো লিমিটেড প্রকল্প নির্মাণের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন পালন করে হাইল হাওর রক্ষা আন্দোলন নামের সংগঠন। রাজিব সূতধর’র পরিচালনায় বক্তব্য রাখেন হাইল হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম, জহর লাল দত্ত, এড. আবুল হাসান, শিবপ্রসন্ন ভট্টাচার্য, ছায়দুল ইসলাম সুয়েজ, ডা. রওশন মিয়া, শাহানুর আহমেদ, মীর শামীম ইসলাম, বিশ্বজিৎ নন্দী, কাজী মনজুর ইসলাম, রুমান আহমদ রানু, দেওয়ান আশিকাল রশিদ চৌধুরী।