পিতার মৃত্যু রহস্য উদঘাটনের দাবীতে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৭:৪১:০২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: পিতার মৃত্যু রহস্য উদঘাটনের দাবীতে বুধবার জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পুত্র উদয় শংকর পাল। জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের উদয় শংকর পাল সংবাদ সম্মেলনে দাবী করেন তার পিতা পানু পালকে ২ এপ্রিল রাত সাড়ে ১২টায় তার জেঠো মৃত শক্তিধর পালের গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার মৃত পিতার মৃত্যুটি রহস্যজনক দাবী করে তিনি বলেন, জমিজমাসহ পিতার সহায় সম্পত্তি আত্মসাৎ করার ঘটনায় আমার পিতা ক্ষোভে দুঃখে আত্মহত্যা করতে পারেন বা কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে। তার পিতার শার্টের পকেটে এ সংক্রান্ত একটি চিরকুট লেখা পান বলে তিনি দাবী করেন। পিতার মৃত্যুর কারণ সঠিক ভাবে উদঘাটন করার জন্য সংশ্লিষ্টদের নিকট দাবী জানান।