যুক্তরাজ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৮:০০:৫৪ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, সিলেট-৪ আসনটি প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এখানকার গ্যাস সারাদেশে সরবরাহ হয়ে জাতীয় গ্রিডে যোগ হলেও সিলেট-৪ আসনটি রয়েছে বরাবরই অবহেলিত। ইনশাআল্লাহ দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে সিলেট-৪ আসনের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করা।
তিনি ৯ এপ্রিল বুধবার যুক্তরাজ্যে বসবাসরত দলীয় নেতাকর্মী শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও বিশেষ করে সিলেট ৪ আসনের নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান স্বপন। যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ইউকে বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল, সহ-সভাপতি আব্দুল মুকিত, কেন্দ্রীয় যুবদল নেতা আশিকুর রহমান আশিক, সাবেক ছাত্রদল নেতা তৈমুর হোসেন বিপুল, ইউকে বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা ফয়জুল হক, আশরাফ গাজী, সাব্বির আহমদ ছোটন, জাইমা পাঠাগারের চেয়ারম্যান আকরাম হোসেন, শাকসুর প্রথম নির্বাচিত জিএস নুরুজ্জামান, লন্ডন টাওয়ার হেমলেট এর সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলার পক্ষে আফজাল রশিদ সেলিম, মো. আহমেদ জাওয়াদ, জৈন্তাপুর উপজেলা থেকে আলী আকবর সিদ্দিকী, আব্দুল মোছাব্বির, গোয়াইনঘাট উপজেলার পক্ষে গোলাম কুদ্দুস কামরুল ও আবু তায়েফ প্রমুখ। বিজ্ঞপ্তি