দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৮:০৫:৪৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার কদমতলীস্থ একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমেদ রুহুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মুন্না ঘোষ’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সিনিয়র সদস্য তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, শফিকুল ইসলাম, মুশফিক আহমদ মিনহাজুল ইসলাম রাসেল ও সালেখ আহমদ।
উপস্থিত ছিলেন ছিলেন দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ তুহিন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, আলউর রহমান রুমন, সৈয়দ ইসমাইল আলী, মোহাম্মদ আলী, আজাদ আহমদ, আজিজুর রহমান, আল আমিন, সদস্য সেলিম আহমদ, শাহ ইমরান আহমদ, শাহিন আহমদ, আকরাম হোসেন, আবুল কালাম, হাসান আহমদ, আজাদ হোসেন, শাহিদুল ইসলাম সাজু, তাজু আহমদ, আলিম উদ্দিন, জিয়াউল রহমান, রায়হান আহমদ, আখলাকুজ্জামান লাহিন, মালেক আহমদ, সাগর আহমদ, তোফায়েল আহমদ ইমন, সায়েক মিয়া, তারেক আহমদ প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবলু আহমদ। বিজ্ঞপ্তি