মক্কা-মদিনায় জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৮:০৭:৪৫ অপরাহ্ন
জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদ ইউকের আহ্বানে সৌদি আরবের মক্কা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার রাত ৯টায় হিজরা স্ট্রীটের শামস আল জাহাবী হোটেলের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।
কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ হাবিব, ব্যবসায়ী নেতা সরওয়ার হোসেন সেদু, সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি মোঃ আবুল কালাম, আটাব সিলেটের সভাপতি জাকারিয়া আহমদ খান রিজওয়ান, বৃটিশ বাংলা ট্রেভেল গ্রুপের ডাইরেক্টর নুর বক্স আহমদ, সৈয়দ জাভেদ ইকবাল, মোহাম্মদ এবাদুর রহমান, বীর চৌধুরী শামীম, তোফাজ্জল হোসেন ও আবু মাসুম প্রমুখ।
সভায় কাজী শফিকুল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদ মক্কা শাখার একটি কমিটি গঠন করা হয়। এদিকে, গত ৪ এপ্রিল মদিনা নগরীর কিং ফাহাদ স্ট্রীটের সাজা প্লাজা হোটেলে প্রবাসী বাংলাদেশীদের এক সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবী এমাদ আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম আবু তাহের চৌধুরী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ও ইলিয়াছ হোসেন চৌধুরী। পরে এমাদ আল মাদানীকে আহ্বায়ক ও ব্যবসায়ী জামাল মিয়া মধুকে সদস্য সচিব করে ১৫ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি