ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৮:৩৩:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারত বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বন্ধ করলেও এতে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে আমাদের সমস্যা হবে না। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করবো। বরং ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।”
উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (ঈইওঈ) বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করে। এ সুবিধায় স্থল, নৌ ও আকাশপথে ভারতের ভূখ- ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানো যেত।
তবে চলতি সপ্তাহের মঙ্গলবার (৮ এপ্রিল) ঈইওঈ হঠাৎ করে সেই আদেশ বাতিল করে। এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখ- ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবাহী ট্রাক ও কনটেইনার ভারতের মধ্যে রয়েছে, সেগুলোকে দ্রুত দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ জানান, ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক বা আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, “এটি একটি স্বতন্ত্র নীতি সিদ্ধান্ত। তবে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি এ মন্তব্য করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (ইওওঝঝ) আয়োজিত “মালে থেকে ঢাকা: বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণ” শীর্ষক সেমিনারে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বিকল্প রুট ও কৌশল নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নিলে বাংলাদেশ এ সংকট মোকাবিলা করতে সক্ষম হবে।