কানাইঘাটে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৯:২৫:৫১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে ৯৭০ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজ, সার এবং আনারষের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করেন।
২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের ৯৭০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় দু’জন কৃষককে ২২৫০টি দেশী আনারসের চারা দেয়া হয়। সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায় সহ কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিরা।
সার ও বীজ বিতরণকালে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, কৃষকদের সরকার নানাভাবে প্রইোদনা দেয়ার কারইে দেশে কৃষির উৎপাদন বেড়েছে। কানাইঘাটে ফসলি জমিগুলো অত্যন্ত উর্বর, এসব জমি কৃষি ক্ষেতের আওতায় নিয়ে এসে উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও সার সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষকদের ফলন বাড়ানোর জন্য আহ্বান জানান।