স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৯:২৬:৩১ অপরাহ্ন
স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে ‘একজন সৎ মানুষ দেখতে কেমন হবেন’ শীর্ষক দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টাস্থ পাঠাগার ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৫টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে ও সফট লাইটের আর্ট ডিরেক্টর মাশরুপ হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান।
উপস্থিত ছিলেন স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের লাইব্রেরী কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত ও সহকারী লাইব্রেরিয়ান কানিজ ফাতেমা চৌধুরী। প্রতিযোগিতায় বিশেষ বিচারকের দায়িত্ব পালন করেন মীলাদ আহমেদ। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন হুযায়রা পারভেজ। ২য় স্থান অর্জন করেন সায়েম, তানজিম, হুমাইদ। ৪র্থ স্থান অর্জন করেন তাজিম, আতিকা, আলেক নূর, আনিকা। প্রতিযোগিতায় বিজয়ীদের উপহার হিসেবে বই প্রদান করা হয়। বিজ্ঞপ্তি