ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৯:২৮:৫৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমার চান্দাই আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে নিরস্ত্র মুসলমানদের হত্যা করছে, তা আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। অথচ বিশ্বে ৫৭টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা একজোট হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে পারছি না। আমাদের এখনই জেগে উঠতে হবে, অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
তিনি বৃহস্পতিবার বাদ যোহর কোর্ট পয়েন্ট কালেক্টর মসজিদের সামনে চান্দাই সাহেব বাড়ি দক্ষিণ সুরমা সিলেট ও চান্দাই সাহেব বাড়ি এর মুরিদিন মুহিব্বিন এর উদ্যোগে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর পূর্বে এক বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গাজায় নিহত ফিলিস্তিনি মুসলিমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ সুরমার চান্দাই আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের উপদেষ্টা আপতাব আলী, সেক্রেটারি আবদুল হক, অর্থ সচিব নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, তাহরিকে খতমে নবুওয়ত সিলেট মহানগরের মাওলানা খাইরুল ইসলাম আলমগীর, এলডিপি সিলেট জেলা সভাপতি সাইদুর রহমান চৌধুরী রুপা প্রমুখ। বিজ্ঞপ্তি