বিনিয়োগ সম্মেলনে ৪৫০ বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৯:৫৪:৩৮ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এবারের বিনিয়োগ সম্মেলনে প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। অবশ্য কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজনও এসেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের সমাপনী প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি। এতে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব ও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
এবারের বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী রেজিস্ট্রেশন করেছিল জানিয়ে নাহিয়ান রহমান রোচি বলেন, ৪০০ থেকে ৪৫০ বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ সম্মেলনে এসেছেন। অবশ্য কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজনও এসেছেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণাঙ্গ তালিকা ও কী পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। এই তথ্য পেতে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা তা পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দিব।
নাহিয়ান রহমান রোচি বলেন, বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসেছেন তারা যেন সত্যিকারের বিনিয়োগ করে, সেজন্য তাদেরকে আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করব। বিনিয়োগকারীরা সাধারণত ১৮ থেকে ২৪ মাস সময় নেয় বিনিয়োগ করতে, তাদের সঙ্গে আমরা প্রতিটি প্রতিষ্ঠান ধরে যোযোগাযোগ করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু এনবিআর নয়, সরকারি সেবায় ধীরগতি আছে। আমরা আন্তমন্ত্রণালয় সমন্বয়ের জন্যে পদক্ষেপ নিচ্ছে। এনবিআরের গ্রিণ চ্যানেল তৈরি করা হচ্ছে।অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামিট উপলক্ষে চীনা আরএমজি প্রতিষ্ঠান হান্ডা এর সাথে ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। এ ছাড়া শপআপ ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।