মোগলাবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৯:৫৯:০৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের রেঙ্গা মাদরাসার সামনে যাত্রীবাহী বাসের চাপায় আলী আহমদ (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।নিহত আলী আহমদ মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর গ্রামের মরহুম আঞ্জব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলী আহমদ মোটরসাইকেলযোগে সিলেটের মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রেঙ্গা মাদরাসার সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মোগালবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায়।
এর সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।