বড়লেখা পৌর আ. লীগের সেক্রেটারী জেল গেট থেকে ফের গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৭:২১:৪৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ মৌলভীবাজার ডিবি পুলিশের সহযোগিতায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালিক ঝুনুকে ফের গ্রেফতার করেছে। প্রায় ৫ মাস হাজতবাসের পর বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। রাতে ডিবি পুলিশের সহযোগিতায় বড়লেখা থানা পুলিশ জেলগেট থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুক্রবার বিকেলে অন্য একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম জানান, বড়লেখা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনুকে একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।