ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হকার্স দলের র্যালি
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৭:৩০:১৪ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র্যালি করেছে সিলেট মহানগর হকার্স দল।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর সুরমা পয়েন্টের সামন থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হলেও বিশে^র মোড়লরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের হৃদয় জর্জরিত। তাদের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর হর্কাস দলের আহবায়ক মো. খোকন ইসলাম, সদস্য সচিব মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মিয়া, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুবেল, মহানগরের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মনু, যুগ্ম আহবায়ক হাসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জাবেদ মিয়া, যুগ্ম আহবায়ক পকির হোসেন, মো. লিটন আহমদ, খলিলুর রহমান, তারেক আহমদ, মো. তিতাব আলী, মো. মিজান মিয়া, মো. আলী, রুবেল আহমদ ও দীপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি