কুলাউড়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৮:০৯:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক ফজলু, সাধারণ সম্পাদক সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ছাত্র প্রতিনিধি নাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আগামী ১৪ এপ্রিল (সোমবার) নববর্ষ উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করে ডাকবাংলো প্রাঙ্গণে সমাপ্ত হবে। পরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এ ছাড়া ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।