ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে জামালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৮:১৩:১৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর ঈসরায়েলের বর্বর আগ্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় সেলিমগঞ্জ বাজারে সেলিমগঞ্জ তাওহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩ টায় সেলিমগঞ্জ বাজার থেকে মান্নান ঘাট ও ভূতিয়ারপুর থেকে সেলিমগঞ্জ পর্যন্ত বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন মাও: আইয়ুব খান, জামিআ সিদ্দিকিয়া শরীফপুর মাদ্রাসার পরিচালক মাওঃ সাইদুল ইসলাম সাইদ, মাওঃ বিলাল আহমদ, মুফতি শহিদুল ইসলাম নাসিরী ইমাম, মাওঃ ইমরান হোসাইন মাহমুদী, মাওঃ ইউনুস আহমদ, মাওঃ লিয়াকত আলী, আবুল খায়ের তালুকদার শিক্ষক আলা উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাফিজ মঈনুল ইসলাম প্রমুখ।
অপরদিকে তৌহিদী জনতা ও আল ইহসান ইসলামি যুব সংঘ শাহাপুরের যৌথ উদ্যোগে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন তেলিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার হাফি. খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা হেলিপ্যাড এর মুহতামিম মু. রশীদ আহমদ, বাঁধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান আহমদ, শাহাপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব আতাউর রহমান, শাহাপুর নতুনপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ হারুনুর রশীদ, মাওলানা হারিছ উদ্দিন প্রমুখ।