প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৮:১৫:৫১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা শাখার নায়েবে আমীর এবং ওসমানীনগর-বিশ্বনাথ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। সংস্কারের আগে নির্বাচন করা ঠিক হবে না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর পরিবেশে দেশ গড়তে। যাতে জাতির ঘাড়ে আর কোন স্বৈরাচার চেপে না বসে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী চায় এদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র বানাতে। এর জন্য আমাকে বিশ্বনাথ-ওসমানীনগরে কাজ করতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি শিক্ষক এবং ব্যবসায়ী মানুষ। আমাকে সংগঠন দায়িত্ব দিয়েছে, আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
তিনি শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্বনাথ উপজেলার পনাউল্লা বাজারে একটি কমিউনিটি সেন্টারে দাওয়াতী সমেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর আমীর আখতার ফারুক প্রমূখ।