শাহ আব্দুর রহিম রহঃ মাজারে মারামারির মামলায় ২ আসামির সাজা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৬:৫৫:২৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমার লালাবাজারে শাহ আব্দুর রহিম রহঃ মাজারে মারামারির মামলায় ২ আসামির বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল মোমেন বুধবার দুপুরে রায় ঘোষণা করেন। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট খালেদ জুবায়ের। তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলার দ-প্রাপ্ত বেতসুন্দি ফকিরোগাও গ্রামের মরহুম রহমত আলীর ছেলে বিলাল মিয়া ও জুয়েল মিয়া। রায়ে দুজনকে ১ বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এজাহার ও আদালত থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের ফকিরোগাও গ্রামের মরহুম সোনাহর আলীর ছেলে, স্থানীয় শাহ আব্দুর রহিম রহঃ মাজারের খাদেম আব্দুশ শহীদ মাজারে প্রবেশ কালে বর্ণিত দন্ডপ্রাপ্ত আসামীরা প্রাণে মারার উদ্দেশ্যে হামলা করে। তাদের হামলায় আব্দুস শহীদ গুরুত্বর আহত হন এবং স্থানীয়রা এসে তাকে রক্ষা করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ ঘটনায় ২০ ডিসেম্বর আহতের ভাই মনির আলী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছর পরে সাক্ষ্য গ্রহণ এবং যাবতীয় বিচারিক কার্যক্রম শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।