শেওলা দক্ষিণভাগে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৭:০২:০০ অপরাহ্ন
ইসরায়েলি সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ছাত্র জমিয়ত শেওলা দক্ষিণভাগ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা দক্ষিণভাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মেইন রোড মেওয়া ত্রিমুখী পর্যন্ত পদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। দক্ষিণভাগ ছাত্র জমিয়তের সভাপতি ফখরুজ্জামান এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ইমরান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান যৌথভাবে সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন দক্ষিণভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল আহমদ,মাওলানা এমদাদুল হক,দক্ষিণ ভাগ শাখার ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ, সাইফুর রহমান, ছিদ্দিক আলম, এমদাদ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি