সিলেটে প্রীতি ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৭:২৫:২৩ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ এর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে ‘‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’’ উদযাপন উপলক্ষে ‘প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা’ ১২ এপ্রিল ২০২৫ শনিবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল (বালক ও বালিকা), কাবাডি, ব্যাডমিন্টন (বালক ও বালিকা), ভলিবল, দাবা, উশু, কারাতে , বক্সিং, তায়কোয়ানডো, টেনিস ডিসিপ্লিনসমূহের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সিনিয়র সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও ক্রীড়া অনুরাগী এমরান আহমেদ চৌধুরী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবল খেলোয়াড় ও সংগঠক নাজিম উদ্দিন সাহান ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, ব্যাডমিন্টন কোচ প্রদীপ কুমার সিংহ , মিনহাজ আহমদ, শিব্বির আহমদ, মঞ্জুর আল মামুন, আমির সোহেল, ফুটবল কোচ রাজীব, ক্রিকেট কোচ পলাশ কর ও নাসির উদ্দিন, কাবাডি কোচ গিয়াস আহমদ ও জাহেদ উদ্দিন, সাবেক ক্রিকেট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, কারাতে কোচ মাসুদ রানা, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন, ভলিবল কোচ আব্দুল মুকিত রাজন, বক্সিং কোচ আব্দুর রহমান সানি, দাবা কোচ আসাদুজ্জামান আহাদ ও শামসুল হক, তায়কোয়ানডো কোচ নুরুল ইসলাম, টেনিস কোচ সুভাষ লাল, ফুটবল রেফারী সৈয়দ ফয়েজ আহমদ, সালাহ উদ্দিন রাজু ও গোলজার আহমদ, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সুজন, জাকারিয়া হোসেন, ফয়ছল আহমদ, জাকির ও রেদওয়ান রাফি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।