জকিগঞ্জের সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৮:১১:১৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের আলোচিত সিএনজি ছিনতাই ঘটনার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে গতকাল শুক্রবার জকিগঞ্জ থানার একদল পুুলিশ সিলেট মেট্রোপলিটন শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম নামের ছিনতাই চক্রের মূল হোতাকে গ্রেফতার করেন।গ্রেফতার আব্দুস সালাম সিলেটের বিশ্বনাথ উপজেলার লহরি দশঘর গ্রামের মৃত কুটি মিয়ার পুত্র। পুুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় গত ৩ এপ্রিল রাত অনুমান সাড়ে আটটায় জকিগঞ্জ পৌরশহর থেকে যাত্রী সেজে সিএনজি ভাড়া নিয়ে চালককে কালিগঞ্জ যাওয়ার কথাবলে উপজেলার কসকনকপুর ইউনিয়নের ডরেরমুড়া নামক স্থানে নিয়ে যায় ৪/৫জন যুবক। সেখানে সিএনজি চালকের হাত, পা, মুখ কস্টেপ দিয়ে পেছিয়ে বেধড়ক মারপিট করে, সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ সময় চালক পৌর এলাকার সদরপুর গ্রামের ময়নুল হক (৪০) ছিনতাইকারীদের হাতেপায়ে ধরে নিজের প্রাণ রক্ষা করেন। এদিকে এই ঘটনার পর পুরো এলাকা জুুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, সিএনজির মালিক পৌর এলাকার কেছরী গ্রামের সাইফ উদ্দিন ভূমি বিক্রি করে ঘটনার এক সপ্তাহ আগে সিএনজিটি ক্রয় করেন, জীবিকা নির্বাহের জন্য। পুুলিশ আসামী গ্রেফতার করলেও সিএনজিটি উদ্ধার করতে পারেনি এখনও।
পুুলিশ আসামী আব্দুস সালামকে আদালতে হাজির করলে, বিজ্ঞ আদালতে সিএনজি ছিনতাইের ঘটনায় জড়িত হওয়ার বিষয়টি স্বীকার করে সে। পুলিশের কাছে তার সঙ্গী আরো ৩ জনের নাম, ঠিকানা প্রকাশ করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন। তিনি জানান সিএনজি উদ্ধারসহ অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আটক আসামীর বিরুদ্ধে ওসমানী নগর থানায় পেনালকোড ৩৭৯/৪১১ ধারায় পূর্বের একটি মামলা রয়েছে। যাহা আদালতে বিচারাধীন।