বাটা’য় লুটপাটের মূলহোতা আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৮:২৫:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে সিলেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর লুটপাটের ঘটনায় আ’লীগ নেতার ছেলেকে আটক করেছে পুলিশ। সিলেট নগরীতে বাটার আউটলেটে লুটপাটের মূলহোতা মামলার প্রধান আসামি ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক নগরীর ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে দরগাহগেট এলাকার বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘জিহানই প্রথম জুতা লুট করা শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও রয়েছে।