বিপুল ইয়াবা-ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক ৫
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৮:২৫:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার বিভাগের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করা হয়। শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবা উদ্ধারসহ মো. মিনু মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়। সে জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ (২৫) কে আটক করে। সে ঐ এলাকার বাসিন্দা। নগরীর এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- নরসিংদী জেলার মাধবদী থানার মনহরপুর গ্রামের আব্দুস সালামের পুত্র রায়হান মিয়া (৩৪), একই জেলার বেলাবো থানার বীর ভাগবের গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ হারুন অর রশিদ (৪৪) ও নরসিংদী সদর থানার কাউরিয়া পাড়া গ্রামের মুত তাহের মিয়ার পুত্র মোঃ আরিফ মিয়া (৩৫)।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে।