পরিচ্ছন্নের পরদিন সেই কবরস্থানে তরুণের দাফন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৯:৫৮:৪৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: শুক্রবার নিজের এলাকার কবরস্থানে স্বেচ্ছাশ্রমে তরুণ-যুবকদের নিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় আবির আহমদ (২৪)। শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত আবিরকে শনিবার (১২ এপ্রিল) বিকেলে তার নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানে দাফন করা হয়। নিহত আবির বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামের রফিক উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টগবগে এ্ই তরুণের মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কবরস্থান পরিচ্ছন্ন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গ্রামবাসী জানান, নিজ পাড়ার কবরস্থানে আগাছা-জঙ্গল লেগেছিল দীর্ঘদিন থেকে। আবির নিজেই পাড়ার তরুণ-যুবকদের ডেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। স্বেচ্ছাশ্রমী ক্লান্ত তরুণ-যুবকদের সাথে কবরস্থানেই সে নাস্তা করে। এরপর জুমার নামাজ শেষে মোটর সাইকেল নিয়ে জরুরী প্রয়োজনে বের হয়। দূর্ঘটনায় আবিরসহ বাইকের অপর আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।