ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ১০:০১:৪০ অপরাহ্ন
ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আব্দুল হান্নান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা শিব্বির আহমদের সঞ্চালনায় সাধারণ সভায় কোম্পানির উন্নয়নের লক্ষ্যে ব্যাপক আলোচনা হয় এবং সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের মীরেরচকে গাজী বুরহান উদ্দিন (রা) রোড সংলগ্ন এলাকায় ও সিলেট শহরের সন্নিকটে মনোরম ও নিরিবিলি পরিবেশে এখনই বাড়ি করার উপযোগী ‘ফ্রেন্ডস সিটি’ নামক একটি স্মার্ট, নান্দনিক, মডেল আবাসিক প্রকল্প বাস্তবায়নের জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।
মাওলানা গোলাম রাব্বানীর মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর ভাইস চেয়ারম্যান মাওলানা রনক আহমদ, অর্থ পরিচালক মোঃ মাসুদ আহমদ, নির্বাহী সদস্য, বিশিষ্ট চিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আখলাক আহমেদ, নির্বাহী সদস্য মাওলানা শাহ আশিকুর রহমান,হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। সভায় উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মোঃ আব্দুস শহীদ, রুহুল আমিন শিকদার, মোহাম্মদ আমিন উদ্দিন, ডাক্তার শাহিদ আহমদ, আব্দুল হান্নান তাপাদার, শাহাব উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল্লাহ, আ ন ম ইয়াহইয়া, মাওলানা আলাউদ্দিন তাপাদার, তাহির চৌধুরী, হাফিজ মাওলানা বেলাল উদ্দিন আহমদ চৌধুরী ওয়েছ প্রমূখ।