জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্বীন কায়েম করতে হবে : অধ্যক্ষ আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ১০:১০:১২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা শাখার নায়েবে আমীর এবং ওসমানীনগর-বিশ্বনাথ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্বীন কায়েম করতে হবে। এজন্য জামায়াতের কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। দ্বীন কায়েম হলে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না। স্বৈরাচার জনগণের উপর ঝাপিয়ে বসলে মানুষ অধিকার হারায়। তাই জনগণের পাশে থেকে স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ করা দরকার। মনে রাখতে হবে এ কাজ করা আমাদের উপর আমানত।
তিনি শনিবার রাত ৮ টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে গোয়ালাবাজার ইউপি জামায়াতের উদ্যোগে দাওয়াতী পক্ষ উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ আব্দুল আহাদ চুনুর সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার মিয়া, সহকারী সেক্রেটারি শাফির আহমদ, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি বশির আহমদ, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিনার। উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শ্রমিক নেতা আব্দুল মুমিন, জামায়াত নেতা সালেহ আহমদ, বেলায়েত করিম সুজন, শ্রমিক নেতা জন্নান মিয়া, ওলিউর রহমান, কবির আহমদ, শিবির নেতা রাব্বিল আহমদ শামীম, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ছালিক আহমদ।