জন কল্যাণে কাজ করে বলেই বিএনপি জনপ্রিয়তার শীর্ষে : আবুল কাহের চৌধুরী শামীম
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ১০:০৫:২৩ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের কল্যানে কাজ করছে। বিএনপির জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর বিএনপির উপর হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপি স্বগৌরবে মাথা উচু করে দেশেই আছে। বিএনপিকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারাই ধ্বংস হবে। কারণ বিএনপির মূল শক্তি জনগণ। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্র্বতী সরকারের উচিত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
তিনি শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভায় ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মরহুম সৈয়দ খালেদ মাহমুদ বাবলু ও ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মরহুম সৈয়দ সেলিম আহমদ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মরহুম বিএনপি নেতাদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। সভায় পৌরসভা ও ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মাসুদ মাহমুদ মিল্লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় স্থানীয় ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান ইমাদ, পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি মাষ্টার আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদ মজনু, পৌর বিএনপির কৃষি বিষয়য়ক সম্পাদক তমজিদ আলী, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমান পাপন, সাবেক ছাত্রনেতা রায়হান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাহেদ আহমদ বরকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ আহমদ চৌধুরী সুমন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক জাবির হোসে ও স্বেচ্ছাসেবক দল নেতা লিটু আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ মরহুম বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।