কুয়ালালামপুরে বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৬:১৩:০৯ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান চালিয়ে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ১৩ এপ্রিল রোববার স্থানীয় সময় পৌণে ৯ টার দিকে চৌকিটের পাসার রাজা বট (পাসার চৌ কিট নামে বেশি পরিচিত) এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় বেশ কয়েকজন বিদেশী খালি পায়ে পালানোর চেষ্টা করেছিল। কেউ কেউ পড়ে গিয়ে তাদের জিনিসপত্র ফেলে রেখে যায়। কিন্তু অপারেশন কুটিপে তাদের আটক করে। আটকদের মধ্যে ছিল বাজারের কর্মী এবং গ্রাহক।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, তার বিভাগ ১০৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। যার মধ্যে ৮০ জন পুরুষ এবং ২৩ জন মহিলা রয়েছে যাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।
অভিযানে মোট ১৩৬ জনকে তল্লাশি করা হয়েছে এবং ফলস্বরূপ ১০৩ জন বিদেশীকে আটক করা হয়েছে, যার মধ্যে ইন্দোনেশিয়ার ৫৯ জন পুরুষ এবং ২১ জন মহিলা, বাংলাদেশের ১৩ জন পুরুষ এবং মিয়ানমারের তিনজন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন। এছাড়াও, চারজন ভারতীয় পুরুষ এবং একজন ইয়েমেনি পুরুষকে আটক করা হয়েছে। অভিযানে ৫২ জন কর্মী ও অফিসার অংশ নিয়েছিলেন।