মহানগর জমিয়তের সংবর্ধনা সভা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৬:১৫:৩১ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর এর নেতৃবৃন্দ বলেছেন, জুলাই বিপ্লবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছিল। ছাত্রজনতা, আলেম উলামাদের অসীম সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই বিপ্লবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের অগ্রনী ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রেখেছে।
শনিবার বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দ এর সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মহানগর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিলাল উদ্দীন, ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়েম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ সগীর, সহ-সম্পাদক জুবের আল মাহমুদ, পাঠাগার সম্পাদক মাওলানা মাহদী হাসান, সমাজসেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক, বাটুলগঞ্জ মাদ্রাসার নাজিম মুফতি আবুল কালাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফয়জুল বারী, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন, ছাত্রনেতা আবু তালহা তোফায়েল ও মীর আইনুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি