সদরের ফতেহপুর মিরেরগাঁওয়ে ফ্রি খতনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৬:৪৬:০২ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ও মহতি মনের অধিকারী। তিনি বলেন, সমাজে ভালো মানুষের উত্তম কাজগুলো দেখেই ভালো কাজ করতে অনেকেই এগিয়ে আসেন। সমাজ থেকে মানবতামূলক কাজগুলো অনেকাংশে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনি এক সময় ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্প একটি প্রসংশনীয় উদ্যোগ।
তিনি শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মিরেরগাঁওয়ে’ জিএম কিবরিয়ার বাড়িতে ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনে উদ্যোগে ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আমির উদ্দিনের অর্থায়নে দরিদ্র শিশুদের ফ্রি সুন্নতে খতনা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে ও ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের পরিচালক জি এম কিবরিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ও সহ সাধারণ সম্পাদক জাহেদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিজানুর রহমান ময়না, বিএনপি নেতা নূরুদ্দিন ইমন, কামাল উদ্দিন, কামাল আহমদ, শ্রমিকদল নেতা লাল মিয়া, জামাল আহমদ, কৃষকদল নেতা জাহেদ হোসেন, উকিল আলী, স্বেচ্ছাসেবকদল নেতা হুসেন আবেদিন, ছাত্রদল নেতা কামরান উদ্দিন অপু, জাবেদ আলী, জাবেদ হোসেন, জুয়েল আহমদ, বিজয় আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০ জন দরিদ্র শিশুদের ফ্রি খৎনা শেষে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ। বিজ্ঞপ্তি