প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সাদিকের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৬:২০:২৯ অপরাহ্ন
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সাদিকুর রহমানের এক বিদায় সংবর্ধনা ১২ এপ্রিল শনিবার শিবগঞ্জের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বন্ধুমহল সোনারপাড়ার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল মালিক সেকু। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সাদিকুর রহমান, দাইয়ান চৌধুরী, ডা. ইকবাল আহমদ, নাজমুল আলম, জুবেদ আহমদ, শাকিল আহমদ, জাবেদ আহমদ ও শাহাদাত হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহেদুর রহমান, মামুন আহমদ, কামরুল চৌধুরী, রাজা মিয়া, বাপ্পি আহমদ, জুনেদ আহমদ, সালেহ আহমদ, ইকবাল আহমদ, মিলাদ আহমদ, মোহাম্মদ মনিরুজ্জামান লালন, পাপলু আহমদ, রাতুল আহমদ ও মাসুম আহমদ। পরে বন্ধুমহল সোনারপাড়ার পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি