শাল্লায় ট্রলির ধাক্কায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৭:২৭:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় হাওরের ধান পরিবহনের ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকালে বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম পলক চন্দ্র দাশ (৭)। পলক অত্র উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের হতদরিদ্র অরবিন্দু দাশের ছেলে। নিহত পলক দাশের বাবা অরবিন্দু দাশ জানান, পার্শ্ববর্তী হরিপুর গ্রামের ভূপেন্দ্র দাশের ছেলে রিপন দাশের ট্রলির নিচে পড়ে আমার বাচ্চাটি মারা গেছে। আমি তার বিরুদ্ধে মামলা করবো।
শাল্লা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস জানান, ট্রলির চাপা পড়ে শিশুটি মাথায় আঘাত পেয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লাশ হাসপাতালেই রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, ছায়ার হাওর থেকে ট্রলি যোগে ধান নাইন্দা মাঠ হয়ে নিয়ে আসছিল চালক। এ সময় মাঠে শিশুটি খেলছিল। শিশুটি ট্রলি দেখে লাফিয়ে উঠে। তারপর আবার নেমে পড়ে। এসময় শিশুটি ট্রলির নীচে চাপা পড়ে মারা যায়। লাশের সুরতহাল চলছে। এখনও কেউ থানায় এসে মামলা করেনি।