ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৭:৩২:৪৪ অপরাহ্ন
সিলেটে লুটপাট ও ভাংচুর হওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় নগরীর বাটা, কেএফসিসহ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাদের ক্ষতির হিসাব শুনেন এবং প্রতিবাদ, সমবেদনা ও নিন্দা জানান।
তারা আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান খান রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ আর শামীম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি