গাজায় গণহত্যার প্রতিবাদে বিএমবিএফ’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৭:৩৭:০২ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী দখলদার বাহিনীর বর্বরোচিত বোমা হামলা ও হাজার হাজার নারী শিশুসহ শান্তিকামী মানুষকে গণহত্যার প্রতিবাদে শনিবার সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখা।
বিএমবিএফ সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগীয় সভাপতি আতাউর রহমান।
বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ বিভাগীয় সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি এম এ মতিন, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মধু মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন চৌধুরী, আফসানা চৌধুরী, শাহেদা বেগম, হোসনা চৌধুরী, রুহিন চৌধুরী ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি