গোয়াইনঘাটে বোরো ধান কাটা শুরু
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৭:৪৯:৩৫ অপরাহ্ন
দুইশত কোটি টাকার চাল উৎপাদনের আশা
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে এবারও লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আবাদ হয়েছে বোরো ফসল। এ বছর দুইশত কোটি টাকার চাল উৎপাদনের আশাবাদী কৃষকরা। যা উপজেলার বার্ষিক খাদ্য চাহিদার অর্ধেকের বেশী।
২০০৭ সালে চালের মূল্য বৃদ্ধির পর কৃষকরা আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উদ্বুদ্ধ হলে এক সময়ের পতিত জায়গা আবাদের আওতায় আসতে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এ বৎসর আবাদ হয়েছে ১০ হাজার ৩৪ হেক্টর জমি যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ হেক্টর বেশী। কৃষিবিভাগ আশাবাদী প্রায় দুইশত কোটি টাকার চাল উৎপাদন হবে, যা উপজেলার বার্ষিক খাদ্য চাহিদার অর্ধেক বেশী। কৃষি বিভাগ, উপজেলা প্রশাসনের সহযোগিতা, কৃষিতে সরকারের ভর্তুকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে মাঠে ফলাচ্ছেন সবুজ সোনা। দেশের অর্থনীতিকে করছেন মজবুত।
সতি গ্রামের কৃষকরা বিশাল হাওরের ধান ঘরে তুলতে স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত। গ্রাম থেকে ৬ কি.মি. দীর্ঘ রাস্তা ও ব্রীজ নির্মাণ করেছেন স্বেচ্ছাশ্রমে। গ্রামের শিক্ষক পরিতোষ কুমার দেবের উদ্যোগে গ্রামবাসীর কার্যক্রম গত ২৮ ফেব্রুয়ারী সরজমিন পরিদর্শন করেন ইউএনও রতন কুমার ও এসিল্যান্ড সাইদুল ইসলাম।
হাওরে কৃষকের সুবিধার্থে ২ টি কালভার্ট, বজ্রপাত থেকে নিরাপত্তার জন্য কৃষক ছাউনি, ৩ কি. মি. রাস্তা পাকাকরণ ও মাছের অভয়ারণ্যে করা হলে বৎসরে ৫০ কোটি টাকা এই হাওর থেকে আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী। শিক্ষক পরিতোষ জানান স্বেচ্ছাশ্রমে বাস্তা হয়েছে কিন্তু কাদা থাকায় হাওরের ধান বাড়িতে নেয়ার বেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।