বড়লেখায় আ. লীগের সাবেক ২ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৭:৫৬:১৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদল দেব ও তালিমপুর ইউনিয়নের গগড়াকান্দি গ্রামের সক্রিয় আওয়ামী লীগ নেতা নুর উদ্দিনকে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এরা দুইজনই পুরাতন মামলার পলাতক আসামি। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা। তারা পুরাতন মামলার পলাতক আসামি। শনিবার রাতে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।