ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে মৌলভীবাজারে আল ইসলাহ’র বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৮:০০:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে মৌলভীবাজারে আল ইসলাহ’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মৌলভীবাজার শাহ মোস্তফা রহ. দরগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুফতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, আল ইসলাহ নেতা কাজী মাওলানা নাসির আহমদ, মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল। মিছিল পরবর্তী সদর উপজেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা কাজী কবির আহমদ তালুকদার এর সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান খান নবীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, জেলা তালামীয এর সাধারণ সম্পাদক ছাত্র নেতা নাসির খাঁন।