বিডা’র তালিকা থেকে ছাতকসহ ১০ অর্থনৈতিক অঞ্চল বাদ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৮:১৯:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ১০টি অর্থনৈতিক অঞ্চল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রোববার (১৩ এপ্রিল) বিডার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি অঞ্চল। সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) ও ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- গার্মেন্টস শিল্প পার্ক বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) ও সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।