সাহিত্য সংযোগ সিলেটের ঈদ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৯:০৬:৩৮ অপরাহ্ন
সাহিত্য সংযোগ সিলেটের আয়োজনে ‘ঈদ উৎসব ২০২৫’-এর দিনব্যাপী উৎসব শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট নগরীর বুরহান উদ্দিন রোড সুন্দরবন আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎসব আমাদের প্রাত্যহিক জীবনে পুনর্মিলনে উজ্জীবিত করে। বছর ঘুরে ঈদ আসে, যা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঈদ হলো সামাজিক বন্ধনের অন্যতম উৎসব। এর প্রভাব ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও আনন্দ বয়ে আনে।
উৎসবের যৌথ সঞ্চালনায় ছিলেন কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান ও সাহিত্যকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহ। সাহিত্য সংযোগ সিলেটের অন্যতম সমন্বয়কারী লেখক শাহাদত বখ্ত শাহেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী, প্রিন্সিপাল কবি কালাম আজাদ, গল্পকার সালেহ আহমদ, কলামিষ্ট আফতাব চৌধুরী, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী মনোয়ার হোসেন, সমাজসেবী আব্দুল্লাহ জাহেদ, কবি জাহানারা জায়গীরদার, সাংবাদিক শাব্বীর জালালাবাদী, সমাজচিন্তক মোহাম্মদ আজিজুর রহমান (সুন্দর), সমাজকর্মী তওফিক আহমদ চৌধুরী, গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, কবি বাছিত ইবনে হাবীব, ভ্রমণ লেখক মোয়াজ আফসার, কবি দুলাল শর্মা চৌধুরী, কবি শামীমা আক্তার ঝিনু, এডভোকেট জ্যোৎস্না ইসলাম, শিল্পী মালতি পাল, কবি রাহনামা শাব্বীর চৌধুরী মনি, কবি শাহাদাত আলিম, কবি নাজমুল আনসারী, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, লেখক-প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল, সাংবাদিক সালমান ফরিদ, সমাজসেবী তাহমিনা আহমদ রোজী, কবি ও সংগঠক রাজনা চৌধুরী, ওসমানী জাদুঘরের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শিল্পী মাহমুদা ফকির, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি জান্নাত আরা খান পান্না, কবি মাছুমা টফি একা, কবি জুঁই ইসলাম, অধ্যাপক মাহফুজা খানম, কবি নোলক লিপি, ব্যাংকার উম্মে সুমাইয়া তাজবিন নিলা, নাগরি গবেষক মোহাম্মদ মফিক, মানবাধিকার নেতা সৈয়দ আকরাম আল সাহান, কবি নাসরিন সুলতানা, কবি রিপন আহমদ, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি কামাল আহমদ, কবি তাসলিমা খানম বীথি, কবি মাহফুজ জোহা, মোস্তাফিজ সৈয়দ, রোটারিয়ান তানিয়া আহমেদ, সাংবাদিক ফুল মিয়া ও কবি জালাল জয় প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল সমাজচিন্তক মোহাম্মদ আজিজুর রহমান-এর প্রথম কাব্যগ্রন্থ ‘ভব দরিয়ার মাঝি’ এবং ব্যাংকার শাহাদত বখ্ত শাহেদের নবম গ্রন্থ ‘লিমেরিক’-এর মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী ঈদ উৎসবের মধ্যে ছিল কবিতা পাঠের আসর, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন লেখক মাজহারুল ইসলাম জয়নাল। বিজ্ঞপ্তি