গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৯:০৮:১২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সাবেক শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনুকে সভাপতি ও আব্দুল মুকিতকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি অধ্যাপক মো: কামাল মিয়া, সহসাধারণ সম্পাদক আলী আমজদ চৌধুরী সিজু, সাংগঠনিক সম্পাদক মো: আরজু মিয়া, অর্থ সম্পাদক মো: বশির মিয়া, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক ফুরাই দেবনাথ, সাহিত্য সম্পাদক বেলায়েত করিম সুজন, সদস্য সাংবাদিক জুবেল আহমদ সেকেল, মুসফিকুর রাজা চৌধুরী, এস এম মোরাদ, ডা: মুকন্দলাল নাথ, শিক্ষক হাবিব আহমদ চৌধুরী, জাকির আহমদ, মনিরুল ইসলাম সাকিব। কমিটির উপদেষ্টাগণ হলেন কবি ও সাহিত্যিক সিকদার মুহাম্মদ কিব্রিয়া, ব্যাংকার মো: হারুন মিয়া ও মো: আলাউর রহমান আলা, শিক্ষক মো: সামছুল হক ও সাহিত্যিক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন।