আ.লীগ নেত্রীর সহযোগী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৯:৩১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বহুল আলোচিত বিতর্কিত জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেনার সহযোগি মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত কয়েস আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেনের সঙ্গে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হেলেনার ঘনিষ্ঠতা ছিল। সেই সম্পর্ককে ব্যবহার করে কয়েস ভূমির শ্রেণি পরিবর্তন করে গড়ে তোলেন ‘মোমেন ফাউন্ডেশন’। এর পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন কয়েস নিজেই। হেলেনার সহায়-সম্পত্তিকে কেন্দ্র করে যেসব অপকর্ম সংঘটিত হয়েছে, তার বেশিরভাগেই সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন কয়েস। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন প্রতিহত করতে হামলার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে পুলিশ।