জৈন্তায় সেনা অভিযানে চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৯:২৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি প্রাইভেট কার ও কারের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (১২ই এপ্রিল) রাত ৮টায় ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম নয়ামাটি শুক্রবারী বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট গৌরিশঙ্কর এলাকার সরাফত আলির পুত্র জুয়েল আহমেদ (২৯) ও উপজেলার ঠাকুরের মাটি এলাকার মৃত মাসুক মিয়ার পুত্র কাউসার আহমেদ (২৮)।
হরিপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার রাতে ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম নয়ামাটি শুক্রবারী বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভিতর থেকে ১৩ বস্তা এবং বাড়ির গোডাউন থেকে একটি কার গাড়িতে (রেজি নং -ঢাকা মেট্রো-গ ৩৩-৪৮৮৪) লোড করা অবস্থায় ২২ বস্তা চিনিসহ- মোট ৩৫ বস্তা চিনি আটক করে। এ সময় কারের চালক ও কারে থাকা অপরজনসহ ২ জনকে আটক করা হয়।
আটকের পর জব্দকৃত চিনি, কারসহ আটককৃতদের হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদেরকে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর বিষয়টি প্রক্রিয়াধীন।