শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৯:৫৩:৫৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ফাউন্ডেশন। রোববার ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ফাউন্ডেশনটি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, পিঁয়াজ, তেল, লবন, রসুন, মরিচ ও হলুদ। রবিবার বিকালে সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশন সদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণ পরিচালনা করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য দোলেন আহমদ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বাসিত, বিএনপি নেতা মুহিবুর রহমান মবু, আজাদ মিয়া, সমাজকর্মী নূর আহমদ মনাই, নাজমুল হোসেন, কামরান খান প্রমুখ।