শাল্লায় নানা আয়োজনে নববর্ষ উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৩:৫২:২৯ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা :
সুনামগঞ্জের নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণমিলনায়তনে এসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও বাহাড়া মধ্যের হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দল আওয়াল,কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিল বিএনপি নেতা সাইফুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এদিকে সকল অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কাটা উৎসব ও ধান কাটার উদ্ভোদন করা হয়েছে। কৃষি কর্মকর্তা সৈকত জামিলের সভাপতিত্বে ধান কাটা উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস,ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু,কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তাগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার কৃষকেরা।