৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের ঈদ পুণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৭:০৬:৫৬ অপরাহ্ন
৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের ঈদ পুণর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার রাতে ফোরামের ৭ নং ওয়ার্ড সভাপতি সাজিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মিজানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী মাওলানা নোমান আহমদ রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা শহিদ আহমদ চৌধুরী সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, সাইফুল করিম চৌধুরী হায়াত, আবুল কালাম ও আব্দুল গফুর, নাগরিক ফোরাম ৭নং ওয়ার্ডের সমন্বয়ক ইউকে প্রবাসী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জুবায়ের।
প্রধান অতিথির বক্তেব্যে শহিদ আহমদ চৌধুরী বলেন, নাগরিক ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি সামাজিক অঙ্গীকারের নাম। এই নবগঠিত কমিটি যদি আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে, তবে এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হবে। আমরা চাই এই সংগঠন সবার, এবং সবার কল্যাণেই কাজ করুক। বিজ্ঞপ্তি