বালাগঞ্জে উপজেলা জামায়াতের জনসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৯:০০:৫৪ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দাওয়াতি গনসংযোগ পক্ষ উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৪ ই এপ্রিল সোমবার বিকাল ৫.০০ ঘটিকার সময় বোয়ালজুড় বাজারে উক্ত দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য, বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি এড,রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল হোসাইন, বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল মো. আমির আলী, পূর্বগৌরীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মর্তুজ আলী জুয়েল ,বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ সানাওর আলী, বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মাস্টার আব্দুন নূর, ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , জামায়াত নেতা আব্দুল মতিন, জামায়াত নেতা মিসবাহ উদ্দিন, জামায়াত নেতা আলমান মিয়া,জামায়াত নেতা সামাদুল ইসলাম সামাদ, সানাওর আলী, মুরাদ হাসান, ওমর আলী, সাইফুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত।