পান্তা- ইলিশে মেতেছেন সুনামগঞ্জ কারাগারের বন্দীরা
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৯:০২:২৬ অপরাহ্ন
জসীমউদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি ::
বৈশাখী বর্ষবরনে পান্তা ইলিশ খেয়ে আনন্দে উচ্ছ্বাসে মাতলেন সুনামগঞ্জ জেলা কারাগারের ৭৪৬ জন বন্দী। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজনে দিবসটি পালন করেন তারা।
কারাগারে সুত্রে জানা গেছে, বৈশাখ উদযাপন করতে কারাবন্দী ও স্টাফদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয় কারাগারে। র্যালীতে অংশ নেয়া বন্দীরা নানা রঙে সেজেগুজে ছিলেন। আগে থেকে এসব কারা কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কারাবন্দীরা খেয়েছেন পান্তা ইলিশ। বৈশাখ উপলক্ষে তাদের মাঝে উন্নত মানের খাবার দেয়া হয়েছে। এছাড়া আগত স্বাক্ষাতকারীদের মাঝে শরবত ও বাতাসা বিতরণ করা হয়। দিনটিকে আরও উপভোগ্য করে তুলতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বন্দীরাই বাউলের সুর তুলেছেন কারাগারে। নেচে গেয়ে মেতে উঠেছিল কারাবন্দীরা।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভুঁইয়া আমার দেশকে বলেন, কারাগারে সকল হাজতি ও কয়েদিকে পান্তা ইলিশ খাওয়ানো হয়েছে। বিনোদনের জন্য বন্দীরা গানে গানে মেতেছেন। বৈশাখ উদযাপনে ষোলকলা পুর্ন করার চেষ্টা করেছি। বন্দীরা এমন আয়োজনে খুশি হয়েছেন।