বরমচাল ইউপির ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৬:১৯:২১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে কমিটি গঠনের লক্ষে কাউন্সিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা আবু সুফিয়ান প্রিন্স, ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুল জহুর ডেন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ জমসেদ ও সাখাওয়াত খান প্রমুখ।
কাউন্সিলে উপস্থিতদের সর্বসম্মতিতে সাহেল খানকে সভাপতি, আক্তার মিয়াকে সাধারণ সম্পাদক ও মো. আক্তার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।